আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের সুপরিচিত একটি হ্রদের জল রাতারাতি গোলাপি হয়ে গেছে।জলের রং ঠিক যেন বাবলগাম, গাঢ় গোলাপি!বিশাল ওই জলাশয়ের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের রাজধানী তথা বন্দরনগরী হনুলুলুতে।এমন গোলাপি জলের হ্রদ দেখতে ভিড় করছেন পর্যটকেরা।জলের সহসা এমন রংবদল দেখে বিজ্ঞানীদের প্রাথমিক ভাবে মনে হয়েছিল, সম্ভবত খরার কারণে এমনটা হতে পারে। লোকজন যাতে সেই হ্রদে না নামেন বা রঙিন জল যাতে পান না করেন, সে বিষয়ে তারা পর্যটকদের সতর্ক করেছেন। ওই হ্রদ ঘিরে রয়েছে অভয়ারণ্য।সেখানকার অজস্র পাখি এবং বনজ প্রাণীর পানীয় জলের উৎস হল ওই হ্রদ।তবে রবিবার সংশ্লিষ্ট অভয়ারণ্য (পুরো নাম,মাউইতে কেলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রেফিউজ)কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,জলের রং বদলের নেপথ্যের ‘অপরাধী’ কে বিজ্ঞানীরা মোটামুটি চিহ্নিত করে পরবর্তী গবেষণা শুরু করেছেন।সেখানকার কর্মীরা জানিয়েছেন, গত ৩০ অক্টোবর থেকে হ্রদের জলের রঙে পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন।রেফিউজের ব্যবস্থাপক ব্রেট উলফ বলেন, ‘কয়েকজন জলাধারের পাড় ধরে হাঁটতে গিয়ে বিষয়টি দেখে
আমাকে ফোন করে জানান, এখানে ভৌতিক কিছু একটা ঘটতে চলেছে।’উলফ বলেন,
‘জলের রং বদলাতে দেখে প্রথমে আমার মনে হয়েছিল, শেওলার কারণে জল গাঢ় গোলাপি হয়ে যেতে পারে। তবে গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, বিষাক্ত শেওলার কারণে জলের রং পাল্টায়নি, বরং অপরাধীর নাম হল হ্যালোব্যাকটেরিয়া নামক একটি এককোষী জীব।’ হ্যালোব্যাকটেরিয়া হল এক ধরনের আর্কিয়া বা এককোষী জীব, যা জলে মাথাচাড়া দিয়ে উঠে জলের লবণাক্ততা বাড়িয়ে দেয়। কেলিয়া পন্ডের আশপাশের নালাগুলিতে অনেক দিন ধরেই লবণের পরিমাণ বাড়তে শুরু করেছে।এতটাই বেড়েছে, যা কার্যত সমুদ্রের জলের লবণাক্ততার দ্বিগুণ। উলফ বলেন, ‘প্রকৃত কারণ জানতে গবেষণাগারে এখন ডিএনএ বিশ্লেষণ করতে হবে।’ তবে পাশাপাশি প্রবল খরার কারণেও যে জলের রং বদলাতে পারে, সে সম্ভবনা ধরেও অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ, ওই এলাকায় অনেক দিন ধরে খরা চলছে।সাধারণত ওয়াইকাপু স্ট্রিমের জল কেলিয়া জলাধারে গিয়ে পড়ে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…