Categories: দেশ

হ্যাটট্রিক’ এর মাঝে দুই শিল্পীই এখনও বাধা অরুণের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রামলালা’র তিনটি পৃথক মূর্তি তৈরি হচ্ছে, যার মধ্যে সেরা মূর্তিটিই গর্ভগৃহে স্থান পাবে।আগামী শুক্রবার তিনটির মধ্যে একটিকে বেছে নেওয়া হবে।আর সে নিয়েই টানটান উত্তেজনা।বেঙ্গালুরুর গণেশ ভট্ট,গুজরাতের অরুণ যোগীরাজ এবং রাজস্থানের সত্যনারায়ণ পান্ডে নামের তিন শিল্পী ‘রামলালা’র তিনটি পৃথক মূর্তি তৈরি করছেন।রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী মাসে অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহে তার মধ্যে থেকে সেরাটি জায়গা পাবে। তবে বিধ্বস্ত সূত্রে খবর, তিন শিল্পীর মধ্যে এগিয়ে অরুণ।
ভাস্কর অরুণ যোগীরাজ মাহীশূরুর বাসিন্দা।বয়স প্রায় ৪০ বছর।এমবিএ করার পর একটি কর্পোরেট সংস্থায় কাজ করতেন তিনি।২০০৮ সালে চাকরি ছেড়ে দিয়েছিলেন।এরপর ভাস্কর্য তৈরিতে দিয়েছিলেন মন।তার পূর্বপুরুষরাও মূর্তি তৈরির পেশায় যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। অরুণের পরিবার পাঁচ প্রজন্ম ধরে প্রতিমা তৈরির সঙ্গে জড়িত। নিজেই তৈরি করেছেন এক হাজারের বেশি মূর্তি।অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তিটি আট ফুটের বেশি লম্বা। চওড়ায় প্রায় সাড়ে তিন ফুট। তীর-ধনুক সহ রামের মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় ছয় মাস।এর আগেও অরুণের দুটি মূর্তি নিজে হাতে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।স্বাভাবিকভাবেই নর্থ ব্লকে অন্যান্য শিল্পীদের তুলনায় অরুণের যাতায়াত অনেক বেশি।রাজধানীর আশেপাশে কান পাতলে শোনা যাচ্ছে,অরুণের সঙ্গে উচ্চস্তরের আমলাদেরও যথেষ্ট সখ্যতা রয়েছে।ফলে এই ‘সম্মানের লড়াই’তে কোনওভাবেই হাল ছাড়তে নারাজ তিনি।রাম মন্দিরে যে শিল্পীর হাতের ভাস্কর্যে প্রাণপ্রতিষ্ঠা পাবে,সেই শিল্পীর নাম কার্যত ইতিহাসের পাতায় চিরকালের জন্য থেকে যাবে। তাই এই বন্ধুত্ব পূর্ণ লড়াইয়ের ময়দান ছাড়তে যেমন অরুণ চান না,তেমনই গণেশ বা সত্যনারায়ণ।কেদারনাথে স্থাপিত আদি শঙ্করাচার্যের মূর্তিটি অরুণ যোগীরাজেরই তৈরি।দিল্লিরইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তিটাও তৈরি করেছিলন।দু’টো মূর্তিরই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সম্প্রতি দিল্লির জয়সলমির হাউসের সামনে আম্বেদকরের একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ১৪ এপ্রিল সেই মূর্তির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আম্বেদকরের মূর্তির বিষয় নিয়ে বার কয়েক শাহের সঙ্গে একান্তে বৈঠকও করেছেন অরুণ। সেখানেও ঘুরে ফিরে এসেছে সেই রামলালার মূর্তি।আম মন্দিরের নকশা থেকে শুরু করে যাবতীয় ছোটখাটো বিষয়কেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন শাহ।কার্যত তার নির্দেশ একই অক্ষরে অক্ষরে পালন করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী।তাই রোগীর সঙ্গেও রামলালার মূর্তির বিষয়ে আলোচনা সেরছেন শাহ। সেখানেও মতপ্রকাশের গরিষ্ঠতার নিরিখে অরুণই এগিয়ে।তার থেকেও বড় বিষয় ছোট থেকেই রাষ্ট্রের স্বয়ং সেবক দলের একনিষ্ট সদস্য অরুণ। স্বাভাবিকভাবেই স্বয়ং সেবক দলের তরফ থেকেও অরুণের মূর্তিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু যাকে নিয়ে এতো আলোচনা সেই অরুণ কিন্তু পুরোপুরি নিরুত্তাপ।তিনি নিজেই বলেছেন,’দেখা যাক কি হয়।’ তবে হ্যাটট্রিকের স্বপ্ন যে তিনি দেখছেনই তা বলেই বাহুল্য।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

19 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago