হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা রুজু!!

অনলাইন প্রতিনিধি :- বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কমপক্ষে দেড়শোজনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।
শুরু হয়েছে তদন্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব এবং তাঁর ছেলে দু’য়ে মিলে ক্রিক্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। নেপথ্যে ছিল একটি সংস্থা। প্রতারিতদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলা হয়। তাঁদের অর্থ কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়। অভিযোগ, টাকা ফেরানোর সময় এলে দেখা যায়, সংস্থার কোনো অস্তিত্বই নেই, সাথে উধাও হয়ে যান জাভেদ হাবিবরাও একাধিকবার যোগাযোগ ও টাকা উদ্ধারের চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এরপরই কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ জানান উত্তরপ্রদেশের একটি থানায়।

Dainik Digital: