অনলাইন প্রতিনিধিঃ- স্কুলে হিজাব পড়ে আসা নিয়ে বিশালগড় কড়ুইমুড়া স্কুলে তুলকালাম কান্ড। স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রের মারামারিতে গুরুতর আহত এক হয় এক ছাত্র। পরে আহত ছাএের পক্ষে একদল যুবক স্কুলের ভেতর ঢুকে প্রধান শিক্ষকের রুমে ব্যাপক ভাঙচুর চালায়। একটা সময় আহত ছাএের পক্ষে লোকজনরা কড়ুইমুড়া স্কুলের মূল ফটকের সামনে অবরোধে বসে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
হিজাব ইস্যুতে লঙ্কাকান্ড স্কুলে!!
Leave a Comment