হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী!!

অনলাইন প্রতিনিধি :-হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। শারীরিক অবস্থার অবনতির দরুন গতকালই শুক্রবার রাতে তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ রয়েছে। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লালকৃষ্ণ আদবাণী স্থিতিশীল রয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে।অ্যাপোলো হাসপাতালে নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনীত সুরির চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

Dainik Digital: