Categories: বিদেশ

হাত দিয়ে ২৪ ঘণ্টায় ১৯টি কম্বল বুনে বিশ্ব রেকর্ড।!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মেশিন নয়।নিদেনপক্ষেও ক্রুশ-কাঁটাও নয়।সম্বল কেবল দুটি হাত।স্রেফ দুটি হাতের সাহায্যেই ২৪ ঘণ্টায় ১৯টি কম্বল বুনে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এক জনপ্রিয় টিকটকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, হাত দিয়ে কম্বল বুনে বিশ্ব রেকর্ড গড়েছেন যে টিকটকার তার নাম ড্যান সোয়ার।তিনি টিকটকে ‘ট্যাটু নিটার’ নামে পরিচিত। ড্যান পেশায় তালা মেরামতের কাজ করেন। তার বাড়ি ডার্বিশায়ারের শারল্যান্ডে।
ড্যান দাবি করেছেন, তার ঠাকুমা মার্গারেট সোয়ারের স্মরণে তিনি কম্বলগুলি বুনেছেন।তার ঠাকুমারও এভাবে হাতের সাহায্যে কম্বল বুননে খ্যাতি ছিল।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে ড্যানের রেকর্ডের বিষয়টি নিশ্চিত করার পর ড্যান বলেন,’বিশ্বাসই করতে পারছি না।নিছক পাগলামির বশেই আমি কম্বল বুনতে শুরু করেছিলাম একদিন।এই শিল্প যে আমাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেবে, ভাবতে পারিনি।’
বিবিসিকে ড্যান বলেন,
‘আজ যদি আমার ঠাকুমা বেঁচে থাকতেন, তাহলে আমার গড়া এই রেকর্ডের জন্য তিনি সবচেয়ে খুশি হতেন,অন্তর থেকে গর্ববোধ করতেন।’ ড্যানের কথায়, ‘আমার ঠাকুমা আমাকে নিয়ে হাসতেন।তিনি হয়তো এই ঘটনা বিশ্বাসই করতে পারতেন না যে আমি এটি করতে পেরেছি।’তার কম্বল বোনার অনুপ্রেরণা কি শুধু ঠাকুমা?ড্যান জানান, মুর নামে এক টিকটকারকে কম্বল বুনতে দেখার পর গত বছরের ডিসেম্বরে তিনিও এই কাজ শুরু করেন।৩১ বছর বয়সি ড্যান জানান, বুননের কাজটি তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটিয়েছে।
তিনি বলেন, ‘আমি প্রায়ই উদ্বিগ্ন থাকতাম।দিন দিন এই উদ্বেগ আরও বাড়ছিল। একটা সময় লক্ষ্য করি, বুননের কাজটা আমি আর করতেই পারছি না।তবু ভেঙে পড়িনি।বিশ্বাস ছিল, আমি ঠিক পারবই লক্ষ্যভেদ করতে।’
ড্যান তার বোনা করা ওই ১৯টি কম্বল মেন ওয়াকটক ও অ্যাশগেট হসপাইস নামে দুটি মানসিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থায় দান করবেন বলে জানিয়েছেন।কারণ, ওই দুই সংস্থা মৃত্যুর আগে তার ঠাকুমার অনেক সেবা করেছিল।তার এই চ্যালেঞ্জটি সরাসরি সম্প্রচার করা হয়। ১২ লক্ষেরও বেশি মানুষ সেই সম্প্রচার দেখেছেন। চ্যালেঞ্জটি সম্পন্ন করার মধ্য দিয়ে তিন হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা) সংগ্রহ করেছেন ড্যান। হাতের কম্বল বোনার কোনও পূর্ববর্তী রেকর্ড না থাকলেও গিনেস রেকডর্স কর্তৃপক্ষ জানিয়েছিল, রেকর্ড গড়তে হলে ড্যানকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ১৫টি কম্বল বুনে শেষ করতে হবে। ড্যান সেই শর্ত পূরণ করে অতিরিক্ত আরও চারটি কম্বল বেশি বোনেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

3 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

13 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago