হাই সিকিউরিটি জোনে দুঃসাহসিক চুরি!!

অমরপুর এসডিএম অফিস থেকে ঢিল ছোড়া দুরত্ব। এলাকার বিধায়ক রঞ্জিত দাসের বাড়ির নাকের ডগায় এবং বীরগঞ্জ থানার পিছনে দুঃসাহসিক চুরি কান্ডে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠলো। বীরগঞ্জ থানার পেছনে বিবেকানন্দ পল্লীস্হিত বিদ্যুৎ কর্মী সমরেশ দাসের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে শনিবার রাতে। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে চোরেরা শনিবার রাতের কোন এক সময় দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর আলমিরার তালা ভেঙ্গে নগদ পয়ঁত্রিশ হাজার টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে গেছে বলে গৃহ স্বামী সমরেশ দাস জানিয়েছেন। সমরেশ দাস জানান স্ত্রী সন্তানদের অনুপস্থিতিতে তিনি শনিবার রাতে ঘরে তালা দিয়ে বিদ্যুৎ নিগমের অমরপুর উপভুক্তিতে নাইট ডিউটিতে চলে যান। রবিবার সকালে ডিউটি থেকে বাড়ি ফিরে দেখেন এই কান্ড। হাই সিকিউরিটি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Dainik Digital: