“হর ঘর তেরঙ্গা” কর্মসূচি

অনলাইন প্রতিনিধিঃ- স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে এবারও স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আহবানকে সামনে রেখে রাজ্য বিজেপি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে সোমবার বিজেপি রাজ্য সভাপতি সহ দলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা আগরতলা প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা ক্রয় করলেন। সেই সাথে রাজ্যবাসীকেও আহবান জানিয়েছেন, জাতীয় পতাকা ক্রয় করে “হর ঘর তেরঙ্গা” কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। উল্লেখ্য, গত বছর সারারাজ্যে প্রায় ৫ লক্ষ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবছর আরো বেশি জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি।।

Dainik Digital: