হরিয়ানার স্কুল বাস দুর্ঘটনায় গ্রেফতার প্রিন্সিপাল ও চালক!!

অনলাইন প্রতিনিধি :-হরিয়ানার মহেন্দ্রগড়ে কানিনার উনহানি গ্রামের জিএল পাবলিক স্কুলের ৭ জন পড়ুয়ার মৃত্যর জন্য দায়ী করে গ্রেপ্তার করা হয় স্কুলের অধ্যাপক এবং বাসচালকে । প্রসঙ্গত অভিযোগ ছিল, ঈদের দিন সরকারি ছুটি ঘোষণা করা থাকা সত্ত্বেও কেন স্কুল খোলা রাখা হলো? এছাড়াও আরো অভিযোগ উঠে বাসটি বেগতিক এবং দুর্ঘটনা ঘটার আগেই বাসচালক বাস থেকে লাফিয়ে পালায়। ধৃত চালকের মেডিক্যাল পরীক্ষা করানো হলে জানা যায় বাসচালক মদমত্ত অবস্থায় ছিল। আর তার জেড়েই অকালে ঝড়ে গেল তরতাজা ৭ টি প্রান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা।

Dainik Digital: