দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। বিজেপির সাংগঠনিক স্তরে আরও বড় দায়িত্বে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তাকে দলের হরিয়ানার রাজ্য প্রভারির দায়িত্ব অর্পণ করা হয়েছে । এই নয়া দায়িত্বের জন্য শ্রীদেবকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে প্রদেশ বিজেপির সকল স্তরের শীর্ষ নেতৃত্বরা । অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা । বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শুক্রবার বেশিকিছু রাজ্যে দলের প্রভারি ও সহ প্রভারি নিযুক্ত করেছেন । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হরিয়ানার মতো বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে । ত্রিপরার প্রভারি বিনোদ সোনকরকে সরিয়ে তার জায়গায় ত্রিপুরার প্রভারি করা হয়েছে লোকসভার সাংসদ ডা . মহেশ শর্মাকে । চিকিৎসক শ্রীশৰ্মা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের সাংসদ । বিনোদ সোনকরকে পাঠানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ – তে । উল্লেখযোগ্য বিষয় হচ্ছে , উত্তর – পূর্বের রাজ্যগুলোর সাংগঠনিক অর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র যুগ্ম কো ডা . সম্বিত পাত্রাকে । অর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে হৃতুরাজ সিনহাকে । শুক্রবার যে কয়টি রাজ্যে সাংগঠনিক রদবদল করা হয়েছে সে রাজ্যগুলো হল , বিহার , ছত্রিশগড় , দমন ও দিউ , হরিয়ানা , ঝাড়খণ্ড , কেরালা , লাক্ষ্যাদ্বীপ , মধ্যপ্রদেশ , পাঞ্জাব , তেলেঙ্গানা , চণ্ডীগড় , রাজস্থান , ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ।
হরিয়ানার প্রভারি, সংগঠনের আরও বড় দায়িত্বে বিপ্লব দেব
The Chief Minister of Tripura, Shri Biplab Kumar Deb meeting the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, Shri Ram Vilas Paswan, in New Delhi on September, 19, 2018.