Categories: দেশ

স্মার্ট সিটি প্রকল্পে স্মার্ট গণ শৌচালয়!

এই খবর শেয়ার করুন (Share this news)

স্মার্ট সিটি প্রকল্পে উত্তরপ্রদেশের একাধিক শহরকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । এই প্রকল্পেই সেজে উঠছে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রয়াগরাজ । এই শহরেই এবার তৈরি হল স্মার্ট গণ শৌচালয় । সঙ্গম শহরের বাসিন্দাদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । শৌচালয়ে সেন্সর পদ্ধতি রাখা হয়েছে । দরজা খোলা থেকে শুরু করে কলের জল পড়া এবং নিজের থেকেই শৌচালয় পরিষ্কার হয়ে যাওয়া গোটা পদ্ধতিতেই স্মার্ট সেন্সর থাকছে । এর ফলে শৌচালয়ে কোনওভাবেই নোংরা থাকবে না । এই স্মার্ট সিটি প্রকল্পের প্রধান লক্ষ্যই হল , শহরে উন্নতমানের পরিষেবা দেওয়া । আর সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার । প্রয়াগরাজের এই স্মার্ট শৌচালয় ব্যবহার করতে হলে কী করতে হবে বাসিন্দাদের । এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় ৫ টাকার একটি কয়েন ফেলে দিতে হবে । তাহলেই সেই ব্যক্তি অনায়াসে এই শৌচালয় ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন । শৌচালয়ের আসন এবং অন্যান্য যাবতীয় জিনিস তৈরি করা হয়েছে স্টিল দিয়ে । এমনকী দেওয়ালও তৈরি হয়েছে স্টিল দিয়ে । জলের ট্যাপটিও সেন্সরের সঙ্গে যুক্ত থাকবে । গোটা বিষয়টি হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে । যিনি শৌচালয় ব্যবহার করছেন তার কোনও সমস্যাই হবে না । আর এতে স্বাভাবিকভাবেই শৌচালয়কে পরিচ্ছন্ন রাখা যাবে বলেই জানিয়েছেন এক সরকারি আধিকারিক । প্রয়াগরাজ নগর নিগমের পরিবেশ বাস্তুকার উত্তম বর্মা বলেন , “ একটি গণ শৌচালয়ে একজন মানুষের জন্য গড়ে ৭ লিটারের মতো জলের প্রয়োজন হয় । কিন্তু এই শৌচালয়ে এর এক তৃতীয়াংশ জল খরচ হবে অর্থাৎ ২.৫ লিটারের মতো জল লাগবে একজন মানুষের ক্ষেত্রে । এই শৌচালয় একেবারে পরিবেশ বান্ধব । একজন ব্যক্তি যখন নির্দিষ্ট জায়গায় কয়েন ফেলবেন তখনই শৌচালয় কাজ করতে শুরু করবে । ‘ শহরে এমন একাধিক শৌচালয় তৈরির পরিকল্পনা করে রাজ্য সরকার । শৌচালয় নির্মাণের বরাত দিতে ২০২১ সালের জানুয়ারী মাসে দরপত্র আহ্বান করে প্রয়াগরাজ নগর নিগম । তারপরেই এই শৌচালয় তৈরির কাজ শুরু করে দেওয়া হয় । মোট ৬ টি সংস্থা এই দরপত্রের বিজ্ঞপ্তি বেরনোর পরে তাতে সাড়া দেয় । তার মধ্যে থেকে একটি সংস্থাকে বেছে নেওয়া হয় কাজের বরাতের জন্য । এরপরেই নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয় সেই সংস্থাটির তরফে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

1 hour ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

2 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

2 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

3 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

3 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

3 hours ago