অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সবিস দেববর্মা নামে একন জ্বরের রোগীকে এজিথ্রোমাইসিন নামক একটি এন্টিবায়োটিক প্রেসক্রাইব করেন ডাক্তার।
বিস্ময়কর ঘটনা হলো ওই ঔষধের এক্সপায়ারি ডেইট চলে গেলেও কারোর কোন নজর ছিল না। ফলে সিস্টার ইনচার্জও মনের আনন্দে ওই ঔষধ দিয়ে দেন রোগীকে। এদিকে, রোগীর এক আত্মীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া ওই ওষুধটি সহ প্রেসক্রিপশনটি নিয়ে দোকানে যান, অন্য একটি ঔষধ কিনে আনার জন্য। তখনই বিষয়টি নজরে আসে ওষুধের দোকান মালিকের। ঔষধ ক্রয় করে রোগীও বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসার পরে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।
সঙ্গে সঙ্গেই হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ পারমিতা বিশ্বাস ওই এলাকার মাল্টিপারপাস ওয়ার্কার বিরজিৎ সেনকে নির্দেশ দেন, রোগীর বাড়িতে গিয়ে ঔষধটি তুলে আনার জন্য। সাংবাদিকরা ওই রোগীর বাড়িতে পৌঁছার আধ ঘন্টা আগেই এমপিডব্লিউ ওয়ার্কার ওই এক্সপায়ারি ওষুধটি নিয়ে চলে আসে। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করেছে এবং সিস্টার ইনচার্জকে শোকজ করেছে।