স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী!!

দৈনিক সংবাদ অনলাইন।। ঘটনা রবিবার আমবাসা মহকুমাধীন আড়াই মাইল এলাকায়। এদিন সকালে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্বামী দিন রাম রিয়াং স্রী মইধু রুমা রিয়াং কে উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। তাতে স্ত্রীর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মইধু রুমা রিয়াং কে কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Dainik Digital: