Categories: বিজ্ঞান

স্বল্প দিবানিদ্রা মস্তিষ্কের জন্য উপকারী, সামনে এল গবেষণা।

এই খবর শেয়ার করুন (Share this news)

দিনের বেলায় অনেক মানুষই অল্প কিছুক্ষণ না ঘুমিয়ে থাকতে পারেন না। অনেকে বলেন, এমন দিবানিদ্রা শরীরের পক্ষে নাকি খারাপ, তাতে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু ইউনিভার্টিসিটি অফ লন্ডন-র গবেষণায় ধরা পড়ল ঠিক বিপরীত। সমীক্ষায় উঠে এসেছে, প্রতিদিন অল্প দিবানিদ্রার জন্য কিছুটা সময় বের করে নিতে পারলে তা মস্তিষ্কের জন্য বেশ উপকারী। এটি জীবনে অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে মস্তিষ্কের আকার বড় রাখতে সহায়তা করে।গবেষকরা জানিয়েছেন, যারা দিনে কর্মব্যস্ততার মাঝে অল্প সময় ঘুমিয়ে নেন, তাদের মস্তিষ্কের আকার সাধারণের তুলনায় গড়ে ১৫ ঘন সেন্টিমিটার বড় থাকে। এটি একজন ব্যক্তির জন্য তিন থেকে অন্তত ছয় বছর বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে। প্রশ্ন হল, দিনে কতটা সময় ঘুমানো ভাল? গবেষকদের মতে, দিবানিদ্রা আধাঘণ্টার চেয়ে কম হওয়াই উত্তম। এ সম্পর্কে গবেষণায় যুক্ত ডাক্তার ভিক্টোরিয়া গারফিল্ড বলেন, ‘আমরা পরামর্শ দিচ্ছি, অল্প দিবানিদ্রার মাধ্যমে সকলেই কিছু না কিছু উপকার পেতে পারেন। এটি একজন ব্যক্তির জন্য বেশ অভূতপূর্ব ও রোমাঞ্চকর ব্যাপার।’তিনি জানান, শৈশবে শিশুদের অল্প নিদ্রার প্রবণতা থাকে এবং এটি তার বিকাশে সহায়তা করে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বল্প নিদ্রার প্রবণতা হ্রাস পায়। আবার জীবনের শেষ ইনিংসে অর্থাৎ অবসরের পর ফের অল্প নিদ্রার অভ্যাস তৈরি হয়। এই গবেষণায় ধরা পড়েছে,৬৫ বছর বয়সের বেশি প্রায় ২৭ ভাগ ব্যক্তিরই অল্প দিবানিদ্রার অভ্যাস রয়েছে। গবেষণাপত্রে চিকিৎসক গারফিল্ড বলেছেন, ওজন কমানো কিংবা প্রতিদিন ব্যায়াম করা অনেকের কাছেই বেশ কঠিন।সেক্ষেত্রে তুলনামূলকভাবে অল্প নিদ্রার অভ্যাসটি সহজ। গবেষকরা বলেছেন, বয়স বাড়লে সকলের মস্তিষ্ক সংকুচিত হয়ে আসে। সেক্ষেত্রে অল্প নিদ্রা আলঝেইমার্সের মতো রোগ প্রতিরোধ করতে পারে কি না তা নিয়ে অধিকতর গবেষণার প্রয়োজন আছে। তবে স্মৃতিভ্রংশ প্রতিরোধে মস্তিষ্কের সুস্বাস্থ্য খুব জরুরি। সেক্ষেত্রে বিঘ্নিত ঘুম খুব নেতিবাচক প্রভাব ফেলে।গবেষকদের মতে, পরিমিত পরিমাণ ঘুম না হলে তা মস্তিষ্কে প্রদাহ তৈরি করে এবং এর কোষগুলির মধ্যে থাকা সংযোগকে ক্ষতিগ্রস্ত করে। এ সম্পর্কে গবেষক ভ্যালেনটিনা পাজ বলেন, ‘আমরা দিনের বেলায় দীর্ঘ সময় ধরে ঘুমানো নিয়ে সরাসরি কোনও গবেষণা করিনি। তবে বিজ্ঞানভিত্তিক পর্যালোচনার মাধ্যমে আমাদের পরামর্শ হল, অল্প দিবানিদ্রার ক্ষেত্রে আধা ঘণ্টার মতো সময় ঘুমানোই শ্রেয়।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

36 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

13 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

13 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

23 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago