অনলাইন প্রতিনিধি :-চোরের গ্যাং আটক করার অভিযানে নেমে ফের সাফল্য পেলো আগরতলা পূর্ব থানার পুলিশ। ঘটনার বিবরণে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গত কিছুদিন আগে অভিযানে নেমে বিভিন্ন চুরি সামগ্রী সহ ৭ জন চোরকে আটক করতে সক্ষম হয়েছিল পূর্ব আগরতলা থানার পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হলে জন্টু মিঞা নামে আরও একজনের নাম উঠে আসে। জানা গেছে জন্টু মিঞা বিভিন্ন চুরি সামগ্রী কেনাবেচার কাজে যুক্ত ছিল। সেই অনুযায়ী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আড়ালিয়া এলাকা থেকে জন্টু মিঞাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। আগামীদিনেও পুলিশের এধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
স্বর্ণালঙ্কার সহ আটক চোর!
Leave a Comment