অনলাইন প্রতিনিধি :-আগামী
২২ ডিসেম্বর বিজেপির রাজ্য কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন আগরতলা শহরের সাত কিলোমিটার দূরে নতুননগর এলাকায় বিজেপির নতুন রাজ্য সদর দপ্তরের ভূমি পূজন এবং শিলান্যাস হবে। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠেয় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।অমিত শাহের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে বাস্তুশাস্ত্র দ্বারা নির্ধারিত আচার অনুসারে ভবনের জন্য কেনা প্রশস্ত জমির ‘ভূমিপূজন’ অনুষ্ঠান হবে।দুই একর জায়গায় বিজেপির বহুতল বিশিষ্ট নতুন রাজ্য কার্যালয় হবে।বিজেপির বর্তমান রাজ্য কার্যালয়টি জেলা কার্যালয়ে রূপান্তরিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উত্তর পূর্বাঞ্চল পর্যদের (এনইসি) ৭২তম প্লেনারি অধিবেশনে যোগ দিতে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ।২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে এই প্লেনারি অধিবেশন হবে। প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ। এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের দুই জন সদস্য।অধিবেশনের আগের দিন কুড়ি ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে প্লেনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ,উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।তাদের আগমন ঘিরে রাজ্যে জোর কদমে প্রস্তুতি চলছে। আগরতলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।বিজেপির পার্টিতেও চলছে তোড়জোড়।জানা গেছে,দুইদিন রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে দলীয় নেতৃত্বের সাথেও সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠক করতে পারেন।
পূর্বাঞ্চল পর্ষদের দুই জন সদস্য। অধিবেশনের আগের দিন কুড়ি ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে পে লনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। তাদের আগমন ঘিরে রাজ্যে জোর কদমে প্রস্তুতি চলছে। আগরতলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিজেপির পার্টিতেও চলছে তোড়জোড়। জানা গেছে, দুইদিন রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে দলীয় নেতৃত্বের সাথেও সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠক করতে পারেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…