স্বচ্ছতা ও যোগ্যতাই বর্তমানে চাকরির একমাত্র পথঃ রতন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ তিনজন নতুন প্রার্থী হাতে আজ নিয়োগপত্র তুলে দিলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর দপ্তরেই এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান হয়। যেখানে নবনিযুক্তদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগের সরকার থাকাকালীন চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সভা-সমাবেশ যোগ দেওয়া বা দলীয় কার্যালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হত চাকরির জন্য।কিন্তু বিজেপি সরকার আসার পর স্বচ্ছতার মাধ্যমে সরকারী চাকরিতে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বর্তমান সরকার।এদিন, মন্ত্রী স্পষ্টভাবে বলেন, আমাদের সরকার গঠনের পর এখন আর কাউকে চাকরির জন্য কারও পিছনে দৌড়াতে হয় না। কঠোর পরিশ্রম ও যোগ্যতাই একমাত্র মানদণ্ড। নবনিযুক্ত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন। সেইসঙ্গে তিনি জানান, সরকার ভবিষ্যতেও যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং নিয়োগ
ব্যবস্থার স্বচ্ছতা আরও শক্তিশালী করবে। নতুন চাকরীপ্রাপ্তদের অভিভাবকরা সরকারের এই দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেন এবং সন্তানের সাফল্যে খুশি প্রকাশ করেন।

Dainik Digital: