সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই গা ঢাকা দিয়ে বসেছিল এই জঙ্গিরা। মঙ্গলবার সকালে সেনার তল্লাশি চলাকালীন পাল্টা গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা জবাব ছোঁড়ে ভারতীয় সেনাও। সেনার জবাবি গুলিতে নিকেশ হয় তিন লস্কর জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে এখনো আরও কয়েকজন জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে বলে খবর।

Dainik Digital: