সুস্হ হয়ে ফিরে গেলেন ময়াঙ্ক!!

অনলাইন প্রতিনিধি :-ময়াঙ্ক আগরওয়াল, জাতীয় ক্রিকেট টিমে খেলা প্রতিভাবান ক্রিকেটার। বর্তমানে কর্ণাটক রঞ্জি দলের অধিনায়ক হয়ে ত্রিপুরার সঙ্গে রঞ্জি ম্যাচ খেলতে আগরতলায় এসেছিলেন। মঙ্গলবার আগরতলা থেকে ফিরে যাওয়ার সময় বিমানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বিমানে জল পান করার পরই তাঁর গলা ব্যাথা শুরু হয় বলে অভিযোগ। সাথে সাথে তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর চিকিৎসা করা হয়। বুধবার সুস্থ হয়ে তিনি ব্যাঙ্গালোর ফিরে যান। তবে কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন? তা সব কিছুই গোপন রাখা হয়। স্বাভাবিক ভাবেই এই নিয়ে রহস্য দানা বেঁধেছে।

Dainik Digital: