সুলেমান খু*নে অবশেষে গ্রেপ্তার দুই!!

অনলাইন প্রতিনিধি:-সোনামুড়া মহকুমায় স্বর্ণ পাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকান্ডে অবশেষে গ্রেপ্তার দুই অভিযুক্ত!! বুধবার শেষ রাতে সোনামুড়া থানার পুলিশ তাদের আটক করে। সোনামুড়া এন সি নগরে অবৈধ স্বর্ণের বিস্কিট ব্যবসাকে কেন্দ্র করে সুলেমান হোসেন নামে এক যুবককে অপহরণ করা হয়েছিল। পরে তার মৃতদেহ ফলে চলে যায় দুস্কৃতিরা। চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুইজন অভিযুক্ত কে গ্রেফতার করলো সোনামুড়া থানার পুলিশ। ধৃতরা হলো সোহাগ খন্দকার ওরফে সাগর মিয়া এবং নবীর হোসেন।।
অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক ছিল। বুধবার শেষ রাতে গোপন খবরের ভিত্তিতে ইউএনসি নগর ফকিরা ধুলা গোপন আস্তানা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। সোনামুড়া থানায় একটি বিশেষ টিম ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই হত্যাকান্ডের সঙ্গে আরও কারা যুক্ত, এবং এই এলাকায় কারা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত আছে? তা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার যার নম্বর TR-01CF-0626 (Sujuki fronx) এবং সঙ্গে তাদের দুটি স্মার্ট মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। এই মোবাইল ফোন গুলির কল রেকর্ড এনালাইসিস চলছে। খুব শিগগিরই এই মামলার সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তরাও গ্রেফতার হতে পারে। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য গুলি নিয়ে বিএসএফের গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য গোয়েন্দা বিভাগের সঙ্গে আলোচনা চলছে। ধৃত মোঃ সোহাগ খন্দকার @ সাগর মিয়া ( ২১) এর বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া উত্তরপাড়া গ্রামে।ধৃত নবীর হোসেন ( ৩১) এর বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর ফকিরা দুলা। উল্লেখ্য, ধৃত এই দুজন এর আগেও NDPS মামলায় গ্রেপ্তার হয়েছিল।

Dainik Digital: