সুপ্রিম কোর্টে খারিজ এসএলপি ১৫ দিনে রায় কার্যকরের নির্দেশ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চ আদালতের রায় মোতাবেক দুজন অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে গিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ব্যর্থ হলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিমা কোহলি ও রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করেছে।
শান্তিরবাজারে অবস্থিত উপজাতি কল্যাণ দপ্তরের একলব্য আবাসিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মচারী উপেন্দ্র ত্রিপুরা ও স্নেহচন্দ্র ত্রিপুরাকে নিয়মিত করা ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেন রিট মামলায় উচ্চ আদালতের তৎকালীন বিচারপতি শুভাশিস তলাপাত্র। বিগত ১৫ মার্চ ২০২২ সালে প্রদত্ত রিট মামলার একক বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার রিট আপিল দাখিল করেন। ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও বিগত ১২ ডিসেম্বর, ২০২২-এ রিট আপিল খারিজ করে একক বিচারপতির রায়কে বহাল রাখেন। এতেও রাজ্য সরকার হাল ছাড়েনি। দুজন অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে সুপ্রিম কোর্টে ছুটে যায় রাজ্য সরকার। এসএলপি দায়ের করে। ইতিমধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। বিগত ৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করেছে। আজ আদালত অবমাননার মামলা উচ্চ আদালতে উঠলে পর, আগামী ১৫ দিনের মধ্যে রায় কার্যকর করার জন্য উচ্চ আদালত সুস্পষ্ট আদেশ দিয়েছে। অন্যথা হলে শীর্ষ আধিকারিকদের সশরীরে আদালতে পেশ হতে হবে। দুই অনিয়মিত কর্মচারীর পক্ষে রিট মামলা ও আপিলে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। দুই অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে রাজ্য সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়ার নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কাদের পরামর্শে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে কোষাগারের টাকা জলের মতো খরচ করা হচ্ছে এ প্রশ্ন উঠেছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রশ্নে সাম্প্রতিক রায়গুলোর সাথে একলব্য আবাসিক বিদ্যালয়ের দুই অনিয়মিত কর্মচারীর রিট মামলার প্রদত্ত উচ্চ আদালতের রায়ের স্বতন্ত্রতা আইনি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। উপেন্দ্র ত্রিপুরা ও স্নেহচন্দ্র ত্রিপুরার রিট মামলায় প্রদত্ত রায় সুপ্রিম কোর্ট অবধি বহাল থাকায় রাজ্যের অনিয়মিত কর্মচারীরা আশার আলো দেখছেন।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

15 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

16 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

17 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

18 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

18 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

19 hours ago