সুপারি সরবরাহ নিয়ে সমস্যা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সুরাহা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় জট কাটলো সুপারি সরবরাহের ক্ষেত্রে। এখন থেকে আগের মতোই স্বাভাবিকভাবে সুপারি সরবরাহ করতে পারবেন রাজ্যের সুপারি চাষিরা। বিগত বেশ কিছুদিন ধরেই পার্শ্ববর্তী রাজ্য আসামে সুপারি সরবরাহ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন রাজ্যের জম্পুই পাহাড় সহ বিভিন্ন জায়গার সুপারি চাষিগণ । মায়ানমার থেকে অবৈধভাবে সুপারি আসামে প্রবেশ করার ফলেই মূলত তৈরি হয় সমস্যা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ত্রিপুরা থেকে সুপারি নিয়ে যাওয়া গাড়িগুলিকে আসামে প্রবেশ করতে দেওয়া হচ্ছিলো না। এ বিষয়ে অবগত হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা অমিত শাহ এবং আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্বশর্মার সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেন এবং সমস্যাটি সমাধানের জন্য আর্জি জানান। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে, শনিবারও আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা । অবশেষে আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। জম্পুই পাহাড় সহ বিভিন্ন এলাকার সুপারি চাষিরা পথ চেয়েছিলেন সমস্যাটির সমাধানের জন্য। সুতরাং মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে খুশির হাওয়া বইছে সংশ্লিষ্ট সুপারি চাষিদের মধ্যে।

মন বলল, তাকে বাঁধো বিভু— মায়ার বাঁধনে না পারো অন্তত মাছের বাঁধনে বাঁধো । তাই বললাম, ‘ছিপটা একটু ধরে দেখবেন? মাছ ধরতে ভারি মজা।’ ‘ধুস, দিলে তো আমার কাজের বারোটা বাজিয়ে। অ্যাঁ? মূর্তির মতো বসে থাকা আবার কাজ নাকি ? ”নিস্তব্ধ পুকুরটাকে হৃদয়ে পুরে নিচ্ছিলাম।’ জানতে পারলাম তিনি সাহিত্যিক শ্রী ভজমোহন চ্যাটার্জি। যে কোনও বিষয়ে লেখার আগে ওই পরিবেশের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন, তাতে লেখায় প্রাণ আসে। তিনি বললেন ‘তোর মধ্যে গনগনে প্রতিভার লাভা টগবগ করছে।’ নাচ-গান, আঁকিবুকি কিছুই জানি না, স্কুলে কানমলা খেতে খেতে কান দুটো ঝুলে গেছে— আমার আবার কী প্রতিভা?’রতনে রতন চেনে, আমি চিনলাম তোকে। বিরাট লেখক হওয়ার সমস্ত প্রতিভা তোর মধ্যে সুপ্ত আছে। মনের মাটির অনেক নিচে চাপা আছে বড় বড় সোনার তাল। অথবা মনে কর, ডিমের ভেতরমন বলল, তাকে বাঁধো বিভু— মায়ার বাঁধনে না পারো অন্তত মাছের বাঁধনে বাঁধো । তাই বললাম, ‘ছিপটা একটু ধরে দেখবেন? মাছ ধরতে ভারি মজা।’ ‘ধুস, দিলে তো আমার কাজের বারোটা বাজিয়ে। অ্যাঁ? মূর্তির মতো বসে থাকা আবার কাজ নাকি ? ”নিস্তব্ধ পুকুরটাকে হৃদয়ে পুরে নিচ্ছিলাম।’ জানতে পারলাম তিনি সাহিত্যিক শ্রী ভজমোহন চ্যাটার্জি। যে কোনও বিষয়ে লেখার আগে ওই পরিবেশের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন, তাতে লেখায় প্রাণ আসে। তিনি বললেন ‘তোর মধ্যে গনগনে প্রতিভার লাভা টগবগ করছে।’ নাচ-গান, আঁকিবুকি কিছুই জানি না, স্কুলে কানমলা খেতে খেতে কান দুটো ঝুলে গেছে— আমার আবার কী প্রতিভা?’

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

13 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

14 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

15 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

15 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

16 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

17 hours ago