অনলাইন প্রতিনিধি:-১২০ বলে ম্যাচ জোতর জন্য দরকার মাত্র ১২৬ রান। টি-২০ ক্রিকেটে এটা নেহাতই সহজতম লক্ষ্য। তারপরও রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটাররা ম্যাচ বের করে আনতে পারল না। অতিমাত্রায় জঘন্য ব্যাটিং ব্যর্থতায় রিজু সাহা এন্ড কোংয়ের আরও একটা ব্যর্থ পরাজয়ের ম্যাচ দেখলেন গোয়ালিয়রের ক্রিকেটপ্রেমী দর্শকরা। গোয়ালিয়রে জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে গ্রুপ লীগের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে নক আউটে যাওয়ার সব আশা ধুলিসাৎ হয়ে গেল রাজ্যদলের।
দেরাদুনে অনূর্ধ্ব ১৯ রাজ্যদল টানা তিন ম্যাচ হেরে পরাজয়ের রেকর্ড করল। তবে পিছিয়ে থাকল না সিনিয়র মহিলা দলও। তারা টানা তিন ম্যাচে হারল না ঠিকই তবে চার খেলায় তিনটিতে হেরে গেল। অত্যাধিক ডট বল খেলার জন্যই এদিন হিমাচলের কাছে ২১ রানে হেরে গেল রিজু সাহারা।১২০ বলের খেলায় যদি ৫৭টি-ই ডট বল খেলে তাহলে ম্যাচটা জিতবে কিভাবে।এদিন ফ্লাডলাইটে ম্যাচ ছিল।হিমাচলপ্রদেশ টস জিতে প্রথম ব্যাটিং নেয়।তারা ২০ওভার খেলে সাত উইকেটে ১২৫ রান তুলে। শুরুতেই ৩৫/৩ ধাক্কা খেলেও সোনাল ঠাকুরের ৫৩ (৪৪) (৭০৪), ফিসথা (১৬) ও সুষমা ভামরি ১৪ সুবাদে ১২৫/৭ রান তুলে হিমাচল। ত্রিপুরার পক্ষে প্রিয়াঙ্কা আচার্যী (২৬/৩), রোহিনী মানে (২৫/২) ভালো বোলিং করে। লক্ষ্য ১২৬ রানের।
মৌচৈতি দেবনাথ (১০), ইন্দ্ররাণী জমাতিয়া ১৮ (৩০৪) পরে তামান্না নিগম ২৩ ও রিজু সাহা ৩২ (৩০৪) ভালো খেললেও অতিরিক্ত ডটবল (৫৭টি) খেলার কারণে ৭৪/৫ থেকে ১০২ রানে থেমে যায় ত্রিপুরার লড়াই। অথচ এদিন ম্যাচ জেতার সূবর্ণ সুযোগ ছিল ত্রিপুরার। চারজনের ব্যাটে ৮৩ রান উঠে। বাকি পাঁচ জন মিলে ২১ রান করে।