সিকিমে ধ্বস পড়ে বন্দি ১৮০০ পর্যটক!

অনলাইন প্রতিনিধি :-সিকিমের ৬ থেকে ৭টি জায়গায় ব্যাপক ধ্বস নামে। ৬০০ জন পর্যটক এখনও লাচেনে আটকে রয়েছে। অপরদিকে লাচুংয়ে আটকে অন্তত ১২০০ পর্যটক। উত্তর সিকিমের হাই-অল্টিটিউড হিল স্টেশনের মধ্যে অবস্থিত লাচেন ও লাচুং। এই দুই জায়গাতেই ঘটে গিয়েছে মহাবিপর্যয়। আপাতত লাচেন থেকে ইভাকুয়েশনের কাজ শুরু হয়েছে। লাচেনে যেসব পর্যটকরা আটকে রয়েছেন, প্রাথমিক ভাবে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ জোরকদমে শুরু হয়েছে।রবিবার লাচুং হয়ে তাঁদের গুরুদংমার ও ডংডখেলা– এই দুই জায়গায় আনা হচ্ছে। পরে সেখান থেকে তাঁদের চুংথাংয়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। সিকিমের ৬/৭ জায়গায় এখনো ধ্বস রয়েছে। সেই সব এলাকায় জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালানো হয়েছে। শুক্রবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে ২০০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছিল। চুংথাং থেকে তাঁদের নামিয়ে সাংকলানের নবনির্মিত বেইলি ব্রিজ দিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে তাঁদের নিয়ে আসা হয়। সেদিন থেকেই বিকল্প রাস্তা হিসেবে জিরো পাস থেকে লাচুং রোড হয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টাও চালানো হয়।

Dainik Digital: