সাময়িক সময়ের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির!!

অনলাইন প্রতিনিধি :-কয়েক দশক পর উন্মুক্ত হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। আর সেখানে চলছে রত্ন ভাণ্ডারের সমীক্ষা। রত্ন ভাণ্ডারের টেকনিক্যাল সমীক্ষার জন্যই ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে কপটবন্দী করা হয়েছে মন্দিরকে, এই বিধি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তা বলে চব্বিশ ঘন্টা বন্ধ থাকছে না মন্দির। ততদিন ভক্তরা মন্দিরে যেতে পারবেন না এমনটাও নয়। শুধু সমীক্ষার সময়টুকুই মন্দির বন্ধ রাখা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে মন্দির।সরকারের তরফেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে রত্ন ভাণ্ডারের সমীক্ষা চলাকালীন সাধারণ মানুষ মন্দিরে ঢোকা নিষেধ। সেই কারণেই মন্দির এই সিদ্ধান্ত।

Dainik Digital: