অনলাইন প্রতিনিধি :-সামাজিক অবক্ষয়ের চরম নিদর্শনের এক চিত্র উঠে এল উত্তর যোগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকা থেকে। সম্পত্তির লোভে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। জানা গেছে, পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর এলাকার হেমেন্দ্র দেবনাথ এবং স্ত্রী অঞ্জু রানী দেবনাথ ছোট ছেলে রাহুল দেবনাথের সঙ্গে বসবাস করত। বিগত পাঁচ বছর আগে পিতা হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর থেকেই ছোট ছেলে সম্পত্তির জন্য নিজের গর্ভধারিনী মাকে মারধর শুরু করে বলে অভিযোগ। দিনের পর দিন রাহুল দেবনাথের এই কার্যকলাপ বেড়েই চলেছে। একইভাবে শনিবারও সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ এবং মাকে মারধর সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাই একপ্রকার বাধ্য হয়ে শনিবার কলেজটিলা ফাঁড়ির দ্বারস্থ হন মা অঞ্জুরাণী দেবনাথ। ছেলে রাহুল দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে তার কঠোর শাস্তির দাবি জানান তিনি।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
সামাজিক অবক্ষয়ের চরম নিদর্শন!!
Leave a Comment