অনলাইন প্রতিনিধি:- সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চার জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুই জন। দ্রতগামী অটো ও লড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বৈদ্যুতিক যাত্রীবাহী অটো। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটো চালক সহ এক মহিলা যাত্রীর। ঘটনাটি ঘটেছে সকাল সারে দশটা নাগাদ কুমারঘাট থানার অন্তর্গত আসাম- আগরতলা জাতীয় সড়কের সিদংছড়া এলাকায়। দুর্ঘটনার পর প্রথমে স্হানীয়রাই উদ্ধারে হাত লাগায়। দুমড়ে মুচড়ে যাওয়া অটো থেকে মৃত ও আহতদের বহুকষ্টে উদ্ধার করে দমকলের গাড়ি করে প্রথমে কুমারঘাট হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই জন হলেন অটোচালক ভাস্কর গোস্বামী (৪৭), এবং অটো যাত্রী কাঞ্চণা চাকমা(৫৫)। সেখান থেকে গুরুতর আহত চারজনকে কৈলাসহর জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু জেলা হাসপাতালে পৌঁছার আগে পথেই মৃত্যু হয় আরও দুই জনের। এরা হলেন,হরিশংকর দেবত্রাতা(৫০) এবং গৌরি মিলি চাকমা (৩৫)। গুরুতর আহত যত্রপতি চাকমা (৪২) এবং মায়রানী দেবনাথ (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করা হয়। কিন্তু মায়ারানীকে শিলচর নিয়ে যাওয়া হলেও, যত্রপতি চাকমার সাথে কোনও আত্মীয় পরিজন না থাকায় তাঁর চিকিৎসা জেলা হাসপাতালেই চলছে। জানাগেছে অভিশপ্ত অটোটি কুমারঘাট থেকে পেচারথল যাচ্ছিল। মালবাহী লড়িটি আসছিলো উল্টো দিক থেকে। অটোর গতি এতোটাই বেশি ছিলো যে, মুখোমুখি সংঘর্ষে অটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। কুমারঘাট থানার এসডিপিও উৎপলেন্দু দেবনাথ জানিয়েছেন, মালবাহী ট্রাকটিকে আটক করা গেলেও লড়িচালক পলাতক।