সাংবাদিকের রেল লাইনে ঝাপ!!!

অনলাইন প্রতিনিধি :- সামাজিক মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট দিয়ে রেল লাইনের উপর ঝাপ দিলো এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম পৃথ্বীশ দত্ত। বাড়ি বিলোনিয়া পুর এলাকার বাঁশপাড়া কলোনী। ঘটনা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ এলাকায় সাব্রুম থেকে আগরতলা গামী রেলের সামনে ঝাপ দেয় ওই সাংবাদিক। এতে দেহে প্রান থাকলেও, গুরুতর আহত হয় ওই সাংবাদিক। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রেল লাইন থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বাড়ির লোকজন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এই পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্যপারিবারিক বিভিন্ন কারণে গত বেশ কিছু মাস ধরে একেবারে নিজেকে ঘরে বন্দী করে রেখেছিল। ঘটনায় বিলোনিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

Dainik Digital: