অনলাইন প্রতিনিধি :-ধারাবাহিকভাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর চূড়ান্ত ব্যর্থতার বিষয়ে দৈনিক সংবাদে সত্যনিষ্ঠ খবর প্রকাশ নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর দৈনিক সংবাদের উপর অভ্যন্তরীণভাবে ক্ষুব্ধ ছিল। প্রতিদিন সত্য ঘটনাগুলো প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়ছিল রাজ্য শিক্ষাদপ্তর। এরই বহিঃপ্রকাশ ঘটাল রাজ্য শিক্ষা দপ্তরের এক ওএসডি। উনার নাম দেবব্রত চক্রবর্তী। রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার নির্দেশে খোয়াই জেলার মোট ১২টি বিদ্যাজ্যোতি স্কুলে দুটি বিভাগে ভাগ হয়ে শিক্ষা দপ্তরের ওএসডিরা পরিদর্শনে বেরিয়েছেন শুক্রবার সকাল থেকে।কাজল কুমার ভৌমিক এবং দেবব্রত চক্রবর্তী এই দুই ওএসডি শুক্রবার প্রথমে বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেন। পরে এই প্রতিনিধি দলটি খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দলটি চলে যায় খোয়াই সরকারী দ্বাদশ বালিকা বিদ্যালয়ে।দুই ওএসডি প্রথমে বিদ্যালয়ের অধ্যক্ষ বিপিন দেববর্মার কক্ষে বৈঠক করেন।পরে এক-দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের কীভাবে বিদ্যালয়ে পঠনপাঠন করানো হচ্ছে সে বিষয়টি খোঁজ নিতে এরা সুনির্দিষ্ট কক্ষে যান এবং পাঠ দানকারী শিক্ষিকার সঙ্গে কথা বলেন।এই বিষয়টি কর্মরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে ওএসডি দেবব্রত চক্রবর্তী কর্মরত সাংবাদিকের পরিচয় জানতে চান।পরিচয় পেতেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন।সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ জারি করেন বিদ্যালয়ের কক্ষে ছবি তোলা যাবে না।আর এ বিষয়টি নিয়ে রীতিমতো হুমকি প্রদর্শন করতে শুরু করেন তিনি। রাজ্য শিক্ষা দপ্তরের ওএসডি দেবব্রত চক্রবর্তী এমনভাবে তেড়ে এলেন সাংবাদিকের দিকে, মনে হলো দেশের নিরাপত্তা জনিত গোপন কিছু তুলে ফেলা হচ্ছে।এ বিষয়টি নিয়ে কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…