সহশ্র কণ্ঠে গীতা পাঠ।।

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার আস্তাবল ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহা ধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয় । উক্ত মহাধর্ম সভায় উপস্থিত ছিলেন, পরম পূজণীয় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য। গোবর্ধন পীঠের মহারাজ স্বামী শ্রী অধক্ষজানন্দ দেবতীর্থ। জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ। শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ। জগন্নাথজিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ।
রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং আহ্বায়ক ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ
রামপ্রসাদ পাল সহ আরও অনেকে। সহস্র কন্ঠে গীতা পাঠ এবং মহা ধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে

Dainik Digital: