সরকারি জমিতে গড়ে উঠা ক্লাব ভেঙ্গে দিলো প্রসাশন!!

দৈনিক সংবাদ অনলাইন।। দীর্ঘ চার বছর ধরে সরকারি জমিতে থাকা ক্লাব ঘর ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন। ঘটনা শনিবার তেলিয়ামুড়া থানাধীন ব্লক চৌমুহনি এলাকায়। কালী টিলা যুব সংস্থা নামে একটি ক্লাব ঘর তেলিয়ামুড়া ব্লক চৌমনী এলাকায় অম্পী সড়কের পাশে সরকারি খাস জমিতে গড়ে তোলা হয়েছিলো। আচমকা আগাম কোন নোটিশ না দিয়ে শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সিও শীর্ষেন্দু দেববর্মা এবং ইঞ্জিনিয়ার জয়দেব দাসের উপস্থিতিতে তেলিয়ামুড়া আরক্ষা প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয় বলে ক্লাব সদস্যদের অভিযোগ।

Dainik Digital: