সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে এক্স-হ্যান্ডলে দেশের বিদেশসচিবকে কুৎসিত ভাষায় আক্রমণ শুরু করল নেটিজ়েনদের একাংশ। এই ট্রোল-বাহিনীর হাত থেকে রেহাই পাননি বিদেশসচিবের কন্যা এবং তার গোটা পরিবার। এর পরেই বিদেশসচিব তাঁর অ্যাকাউন্টটি ‘লক’ করে দেন। দেশের বিদেশসচিব এবং তাঁর পরিবারকে এমন কুৎসিত আক্রমণ করার তীব্র সমালোচনা করেছেন অনেকেই। তাঁদের দাবি, অবিলম্বে পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে এই কুৎসাকারীদের গ্রেফতার করতে হবে।

Dainik Digital: