সবুজের সমারোহে বায়ু দূষণের মাত্রা অনেকটাই কম সাহারানপুরে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-রাজধানী শহর দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মধ্যে থাকা অনেক শহরেই বায়ু দূষণের মাত্রা অনেক বেশি। সেই দূষণ রোধে নানা ব্যবস্থাও নেওয়া হচ্ছে।কিন্তু পার্শ্ববর্তী অনেক শহরেই দূষণের মাত্রা বেড়ে গেলেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনেকটাই নিম্নগামী সাহারানপুরে।টানা দশদিনের সমীক্ষায় দেখা গিয়েছে, সাহারানপুরে একিউআই-এর মাত্রা ১০০ থেকে ১৯০-এর মধ্যে ঘোরাফেরা করেছে।

কিন্তু দিল্লিতে এই মাত্রা ৪০০ অতিক্রম করেছে,গাজিয়াবাদে এবং মীরাটে এই মাত্রা ৩৫০ এবং শামলি, বুলন্দশহর এবং বাঘপত জেলায় এই মাত্রা ২৫০।সেই তুলনায় সাহারানপুরে এই মাত্রা অনেকটাই নিচের দিকে। পরিবেশ বিশেষজ্ঞ এবং দূষণ দূষণ নিয়ন্ত্রণ আধিকারিকরা জানাচ্ছেন, সাহারানপুরের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এখানকার দূষণের মাত্রা তুলনামূলকভাবে এতটা কম,এখানকার বিশাল এলাকাজুড়ে সবুজের সমারোহ, খুব কাছেই শিবালিক রেঞ্জ বনাঞ্চল, একটা বড় অংশ জুড়ে গ্রামীণ এলাকা এবং আরও কিছু কারণের জন্য সাহারানপুরে দূষণের মাত্রা অন্য শহরের থেকে কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।দিল্লি-দেরাদুন হাইওয়ের কাছেই অবস্থিত সাহারানপুর এবং দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে রয়েছে এই জেলা। আবার হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে আসতে হলে এই সাহারানপুরই হল প্রবেশপথ। সাহারানপুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক আধিকারিক অঙ্কিত সিং জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাগুলির থেকে এই জেলার জলবায়ুর পরিস্থিতি অনেকটাই আলাদা এবং এই জেলা কিছুটা উঁচুতে অবস্থিত।এর পাশাপাশি শিবালিক বনাঞ্চল রেঞ্জের সবুজায়নের কারণেও এখানে বায়ু দূষণ অনেকটাই কম। এই আধিকারিক আরও জানিয়েছেন,জেলার ট্র্যাফিক পরিষেবাও অনেক উন্নত।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

5 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

25 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago

যুদ্ধে ট্রাম্প কোথায়!!

যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…

2 hours ago