সন্দেহভাজন বাংলাদেশী আটক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ধর্মনগর থানাধীন ইয়াকুব নগর বিওপি র ১৩৯ নং সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানদের হাতে আটক সন্দেহভাজন এক বাংলাদেশী নাগরিক। ধৃত বাংলাদেশী নাগরিকের নাম হুসেন জাবেদ চৌধুরী।বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়।সে দীর্ঘ সাত বছর যাবৎ ইকবাল হোসেন নামে ভারতে বসবাস করে আসছিল। বুধবার ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্ত রক্ষী জোয়ানরা বাংলাদেশী রিজেক্ট পাসপোর্ট সহ ভারতীয় টাকা,আধার কার্ড,পেন কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের পাসবুক ও তিনটি এনড্রয়েড মোবাইল সমেত তাকে আটক করে। বর্তমানে ধর্মনগর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Dainik Digital: