সঙ্গী ছাড়াই কুমির গর্ভবতী, আশ্চর্য নন বিজ্ঞানীরা,পার্থেনোজেনেসিস বলে ব্যাখ্যা।

এই খবর শেয়ার করুন (Share this news)

পুরুষ কুমির ছাড়াই প্রথমবারের মতো একটি স্ত্রী কুমির গর্ভবতী হয়েছে!কুমিরটির ভ্রুণের পরীক্ষায় ৯৯. ৯শতাংশ জিনগত মিল রয়েছে তার নিজের। “ভার্জিন বার্থ’এর ঘটনা প্রাণিদের ভেতর এটিই নতুন নয়।এর আগে পাখি, মাছ ও অন্যান্য সরীসৃপের ক্ষেত্রেও দেখা গিয়েছিল।তবে কুমিরের এমন প্রজনন এটাই প্রথম। বিজ্ঞানীরা মনে করছেন, কুমিরের দূরতম পূর্বপুরুষ- ডায়ানোসররাও স্ব-প্রজননে সক্ষম ছিল।‘বায়োলজি লেটার্স” নামের রয়্যাল সোসাইটির এক জার্নালে সম্প্রতি এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে কোস্টারিকার ‘পার্ক রেপটালিয়া’য় ১৮ বছর বয়সী একটি স্ত্রী কুমির ডিমটি পাড়ে। এসময় ভেতরে সম্পূর্ণ ভ্রুণ গঠিত হয়েছিল, কিন্তু মৃত হওয়ায় ডিমগুলি আর ফোটেনি।দুই বছর বয়সে আমেরিকা থেকে স্ত্রী কুমিরটিকে আনা হয় কোস্টারিকার সরীসৃপের চিড়িয়াখানায়।সেই থেকে কুমিরটিকে আলাদা ছিল।বিষয়টি খতিয়ে দেখতে চিড়িয়াখানার সরীসৃপ সংরক্ষণ
সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকে কর্মরত বিজ্ঞানী ডা. ওয়ারেন বুথের সঙ্গে যোগাযোগ করে।ডা.ওয়ারেন ১১ বছর ধরে কুমারী জন্ম’ বা বৈজ্ঞানিক ভাষায় ‘পার্থেনোজেনেসিস’ নিয়ে গবেষণা করছেন।পরবর্তীকালে তিনি ভ্রুণটির ডিএনএ পরীক্ষা করে দেখেন। তখনই দেখা যায়, ভ্রুণটির সঙ্গে তার মায়ের ৯৯.৯ শতাংশ জিনগত মিল রয়েছে। এরপর তিনি নিশ্চিত হন, ভ্রুণ গঠনের এই প্রক্রিয়ায় কোনো পুরুষ কুমিরের জিন ছিল না। বিবিসিকে ডা. ওয়ারেন জানিয়েছেন,এই ফলাফলে তিনি মোটেও বিস্মিত হননি। তিনি বলেন, ‘আমরা এর আগে হাঙর, পাখি, সাপ, টিকটিকির ভেতর এমনটা দেখেছি। কুমিরে ক্ষেত্রে এমনটা এর আগে দেখা যায়নি।’ তার মতে,মানুষ যখন ঘরে সাপ পালন শুরু করল তখন পার্থেনোজেনেসিসের সংখ্যা বেড়ে যায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

6 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

7 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

9 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

9 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

9 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

11 hours ago