অনলাইন প্রতিনিধি :-সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলা নিয়ে দীর্ঘদিন বাদে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এই দুই সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতরা কেউ-ই ছাড়া পাবে না। হত্যা মামলার বিচার অবশ্যই হবে। মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, দুই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বরাবরের মতোই উদ্যোগ জারি রাখা হয়েছে। তিনি নিজেও সাংবাদিকদের পরিবার যাতে সুবিচার পায় সেজন্য যা যা করণীয় তিনি তা করছেন। কর্মশালায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিচারব্যবস্থা এবং সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। ক্ষমতার
যাতে অপব্যবহার না হয় সেদিকে এই দুই স্তম্ভই নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদমাধ্যম। ভারতীয় সংবিধানের ১৯ – এর ১ নং ধারায় সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা সুস্পষ্টভবে উল্লেখ রয়েছে। সংবাদপত্রের সংবাদ পরিবেশনের স্বাধীনতা না থাকলে সমগ্র সমাজব্যবস্থার উপরই এর প্রভাব পড়বে। বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যম সমাজ পরিবর্তনে মানুষের সাথে যোগসূত্র বজায় রাখার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বর্তমান যুগে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে।
সমাজও সাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু আশা করে।এক্ষেত্রে যদি দেখা যায় সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না,তবে সংবাদমাধ্যমের ভূমিকা হচ্ছে তা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।এতে সরকারেরও লাভ হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার উপর বিশ্বাসী। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিয়মিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমে যে সব বিষয় প্রকাশিত হচ্ছে সে বিষয়ে প্রতিপক্ষকালে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
স্বচ্ছতার সঙ্গে নিয়মিত এ বিষয়টি পর্যালোচনা করায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সত্যনিষ্ঠ খবর প্রকাশে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কিছু অবক্ষয়ের জিনিস দেখা যাচ্ছে। কিন্তু যখন অতিরিক্ত কিছু ঘটে সামাজিক মাধ্যমে, তখনই ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামী দিনে তিনি সামাজিক মাধ্যম নিয়ে আইন তৈরি হবে বলেও ঘোষণা দেন। এ দিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বারবার সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সত্যনিষ্ঠ খবর প্রকাশেই জোর দিলেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানশেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী এডিসির সব নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব অপূর্ব রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। তিনদিনের কর্মশালায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ দেবেন বিভিন্ন রিসোর্স পার্সনরা।