অনলাইন প্রতিনিধি :- শ্রীলঙ্কায় মিনিটে মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। ঘূর্ণিঝড় ‘দিটওয়া’র জেরে শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। নিখোঁজ ৩৭০ জন। দেশে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার সরকার। আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের জেরে ১৫ হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে। ৭৮ হাজার মানুষ ঘরছাড়া। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছে সেনা-পুলিশ।