Categories: খেলা

শেষবারের চ্যাম্পিয়ন রানার্স সহ পাঁচ দল প্রস্তুতিতে নেমে পড়ল।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- মাঝে আর মাত্র এক সপ্তাহ।প্রথম ডিভিশন লীগ ফুটবলের অনিশ্চয়তার মাঝেই আগামী ১৩ আগষ্ট থেকে টিএফএর রাখাল শীল্ড নকআউট ফুটবল আসর শুরু হতে যাচ্ছে। মোট সাতটি টিমকে নিয়ে হচ্ছে এবার নকআউট ফুটবল টুর্নামেন্টটি।১৩ আগষ্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশন। নকআউটে ফুটবল আসরটিকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ, রানার্স ফরোয়ার্ড ক্লাব, ত্রিপুরা পুলিশ, রামকৃষ্ণ ক্লাব ও বীরেন্দ্র ক্লাব। আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী দল লালবাহাদুর ব্যায়ামাগার ও জুয়েলস অ্যাসোসিয়েশন।নকআউট মোট সাতটি ম্যাচ হচ্ছে।২০ আগষ্ট হবে ফাইনাল ম্যাচ। নকআউট চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে সবকটি ক্লাব দলই শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে। আপাতত যা খবর নকআউটে বিভিন্ন টিমে স্থানীয়দের পাশাপাশি বহিঃরাজ্যের ফুটবলাররা খেললেও এবার বিদেশি ফুটবলারদের খেলতে না-ও দেখা যেতে পারে। গতবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ এবারও বেশ শক্তিশালী টিম গড়ছে। স্থানীয় একঝাঁক সিনিয়র ও অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের পাশাপাশি বহিঃরাজ্যের একাধিক নামিদামী ফুটবলার ময়দান কাঁপাবে বলে ক্লাব কর্মকর্তাদের দাবি।ইতিমধ্যেই এগিয়ে চলো সংঘ নকআউটকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রাক্তন ফুটবলার প্রশিক্ষক সুজিত হালদার ও কর্ণেন্দু দেববর্মার কোচিংয়ে টিম তৈরি হচ্ছে এগিয়ে চলোর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে অনুশীলন। এই প্রসঙ্গে এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন গুপ্ত জানান, নকআউটে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে নামছে আমাদের টিম। পাশাপাশি ফুটবলপ্রেমীদের সামনে ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার লক্ষ্যও রয়েছে। বহিঃরাজ্যের ফুটবলাররা একে একে আসতে শুরু করেছে। সব মিলিয়ে ভালো টিম গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এগিয়ে চলো সংঘ। অপরদিকে গতবারের রানার্স ফরোয়ার্ড ক্লাবও পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উমাকান্ত মাঠে কোচ সুভাষ বোসের কোচিংয়ে চলছে অনুশীলন। নিয়মিত অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলছে ফরোয়ার্ড ক্লাব। স্থানীয় ও বহিঃরাজ্যের একঝাঁক ফুটবলারকে নিয়ে দল গড়া হচ্ছে।ফরোয়ার্ড ক্লাব সম্পাদক পার্থসারথি গুপ্ত জানান নকআউটে ভালো ফুটবল খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলা লক্ষ্য আমাদের।এদিকে, কোচ কৌশিক রায়ের কোচিংয়ে তৈরি হচ্ছে রামকৃষ্ণ ক্লাব। বেশকিছুদিন ধরে উমাকান্ত মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে আসছে রামকৃষ্ণ ক্লাব টিম স্থানীয় ও বহিঃরাজ্যের এক ঝাঁক ফুটবলার রয়েছে টিমে রামকৃষ্ণ ক্লাবের অন্যতম কর্মকর্তা অমিত দেব জানান নকআউটে নামার জন্য প্রস্তুতি রামকৃষ্ণ। জম্পুইজলাতে ত্রিপুরা পুলিশ ও জম্পুইজলার সুধন্ব দেববর্মা স্কুল মাঠে বীরেন্দ্র ক্লাব টিমের প্রস্তুতি চলছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

45 mins ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

2 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

3 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

4 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

4 hours ago