অনলাইন প্রতিনিধি :- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার রাত থেকেই বিক্ষিপ্ত ভাবে অশান্তি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি, অ্যাম্বুল্যান্স, বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হয়েছে একাধিক ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি সামাল দিতে ঢাকার পুলিশ দুষ্কৃতীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং তিন, দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিনধারায় হাসিনাকে দোষী সাব্যস্ত করল ট্রাইবুনাল। বিচারপতি বলেন, ‘‘হাসিনা এবং আসাদুজ্জামান এখনও পলাতক। বার বার পরোয়ানা সত্ত্বেও তাঁরা আত্মসমর্পণ করেননি। তাঁদের বিরুদ্ধে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।