শুরু হল ঐতিহ্যবাহী চৈত্রের বাজার!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হল চৈত্রের হাট মেলা। এবারও শহরের শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনি সংলগ্ন সড়কে চৈত্র মেলার দোকান নিয়ে বসার সুযোগ করে দেওয়া হলো ব্যবসায়ীদের। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দুটি স্থানে অস্থায়ী ভাবে বসে ব্যবসা করার জন্য আগেই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মূলত প্লট করে ব্যবসায়ীদের জায়গা করে দেওয়া হয়েছে। দুটি স্থানে ব্যবসায়ীদের মধ্যে প্রায় ৮০০ টি প্লট বন্টন করা হয়। এই বছরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে কোন প্রকারের অর্থ আদায় করা হয়নি। বিনামূল্যে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তারা। আগামী ১০ দিন ব্যাপী চলবে চৈত্র মেলা।

Dainik Digital: