শুরু হলো সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার থেকে শুরু হলো ভারত সরকার নিয়ন্ত্রিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা পরীক্ষা।সকাল সারে দশটা থেকে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত। প্রসঙ্গত, রাজ্যের ১২৫ টি স্কুলকে দিব্য জ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছে।স্বাভাবিক ভাবেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ এবং উদ্বেগ দুটোই লক্ষ্য করা গেছে।

Dainik Digital: