শীঘ্রই রাজ্যে চালু হবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ রাজ্যের প্রস্তাবিত ফিল্ম অ্যাও টেলিভিসন ইনস্টিটিউট গড়ে তোলার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । মন্ত্রী জানান , শীঘ্রই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করা সম্ভব হবে । এদিকে , সোমবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের শাখা দ্রুত চালু কার জন্য কী কী প্রয়োজন তার একটা খসড়া তালিকা প্রণয়নের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান , অভিনয় সহ সম্ভাবনাময় চলচ্চিত্র শিল্পের অন্যান্য প্রাঙ্গণে রাজ্যের যেসকল প্রতিভাবান ছেলেমেয়ে কাজ করতে আগ্রহী তাদের কাজের সুযোগ করে দিতে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে । যাদের অভিনয়ে এবং চলচ্চিত্র সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে মেধা রয়েছে তাদের মেধাকে কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার জন্য সরকার কাজ করছে । এরই প্রেক্ষিতে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । মন্ত্রী আশা ব্যক্ত করেন খুব দ্রুত ইনস্টিটিউটে কাজকর্ম চালু হবে । যারা নিজেদেরকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ । বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল , অধিকর্তা রতন বিশ্বাস , পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ার ইন চিফ দীপক চন্দ্র দাস , সিনিয়র আর্কিটেক্ট সঞ্জীবন দাস , পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারেরা , আগরতলা পুর নিগমের ইস্ট জোনের সহকারী মিউনিসিপ্যাল কমিশনার কিশোর সরকার , ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা । মন্ত্রী জানান , গত ৬ এপ্রিল কলকাতা থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের তিনজনের প্রতিনিধি দল আগরতলায় এসেছিল । এই টিমে ছিলেন সংস্থার ডিরেক্টর , রেজিস্টার এবং নোডাল অফিসার । তাদের রাজধানীর মঠ চৌমুহনী এলাকার নজরুল কলাক্ষেত্র ঘুরিয়ে দেখানো হয় । তারা নজরুল প্রশাসনিক কলাক্ষেত্রের অডিটোরিয়াম , প্রেক্ষাগৃহ , ওপেন গ্যালারি ইত্যাদি ঘুরে দেখেন । মন্ত্রী জানান , তিনি নিজেও কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । তখন সিদ্ধান্ত হয়েছিল যে তাদের একটি প্রতিনিধি দল আগরতলায় আসবে এবং পরিকাঠামো ঘুরে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোথায় এটি চালু করা হবে । বৈঠকে তথ্য সংস্কৃতি মন্ত্রী আশা ব্যক্ত করেন খুব দ্রুত ইনস্টিটিউটের কাজকর্ম চালু হবে।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago