শিশু ও মহিলাদের সুরক্ষায় দক্ষিণে জেলা পর্যায়ে বৈঠক।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || শিশুদের সুরক্ষা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের অবৈধভাবে পরিশ্রম করানো, মহিলা নির্যাতন, মানসিক ভারসাম্যহীন, নাবালিকা বিয়ে প্রবণতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে দক্ষিণ জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় শিশুদের দিয়ে শ্রম করানো নাবালিকা বিয়ে, মহিলা নির্যাতন ঘটনা, গার্হস্থ হিংসা, ইত্যাদি ঘটনা যেভাবে হচ্ছে তা নিয়ে মহকুমা এবং জেলা প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন। এসব বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অঙ্গ হিসাবে মঙ্গলবার দক্ষিণ জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে শিশু সুরক্ষা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।বৈঠকের পৌরহিত্য করেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় অপরিণত বয়সে অর্থাৎ নাবালিকা বিয়ের প্রবণতা নিয়ে এদিন বৈঠকে আলোচনায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গার্হস্থ হিংসা বা মহিলাদের উপর অত্যাচার, সেক্সুয়াল নির্যাতন ইত্যাদি বিষয়ে ‘ওয়ান স্টপ সেন্টারে’ অভিযোগ জানানো যাবে। সেখানে মেডিকেল সহযোগিতা, আইনি সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা, পরামর্শ দেওয়া ইত্যাদি ব্যবস্থা থাকবে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যেসব পরিবার তাদের কন্যা সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার আগেই বিয়ের জন্য তৎপরতা শুরু করবে বা গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করবে সে ক্ষেত্রে প্রশাসন হস্তক্ষেপ করার জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যদিও বা আগে থেকেই মহাকুমা এবং জেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা নিতে শুরু করেছে। অল্প বয়সে মেয়েদের বহি:রাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে যারা জড়িত তাদের চিহ্নিত করে মহিলা থানায় অভিযোগ জানানো যাবে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে মহকুমা ভিত্তিক শিশু সুরক্ষার উপর মেগা ক্যাম্প করা হবে। দ্বিতীয় সপ্তাহে ব্লক ভিত্তিক এবং তৃতীয় সপ্তাহে পঞ্চায়েত ভিত্তিক এই কর্মসূচি চলবে। মহাকুমা শাসক, ব্লক প্রশাসন, মেডিকেল অফিসার, পুলিশ অফিসার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, শিশু সুরক্ষার সচেতনতা শিবিরের অংশ নেবেন ।সোমবারের বৈঠকে দক্ষিণ জেলার জেলা শাসক ছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ জেলা আধিকারিক রিপন চাকমা সহ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক, বিলোনীয়া, শান্তিরবাজার, সাব্রুম শিশু সুরক্ষা নোডাল আধিকারিক,আরক্ষা দপ্তরের অফিসার, জেলা শিশু সুরক্ষা নোডাল আধিকারিক, শিশু সুরক্ষা ইউনিট কর্মীরা, কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে যেসব শিশুদের মা-বাবা নেই তাদের যত্ন ও সুরক্ষার বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

12 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

12 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

22 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

23 hours ago