শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান কেন্দ্রীয় সরকার ২০২০-সালে নতুন শিক্ষানীতি প্রনয়ণ করেছে। অভিযোগ, নতুন শিক্ষানীতির পাঠক্রমে ইতিহাস, বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে একটা খিচুরী শিক্ষা ব্যবস্থা চালু করে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই শিক্ষা নীতি চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধীতা করে রাজ্যে রাজ্যে কনভেনশন, সভা, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আট দফা দাবিকে সামনে রেখে আগামী ৩-রা ফেব্রুয়ারি নয়াদিল্লির ঘালিব ইনস্টিটিউট অডিটরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের প্রায় ২৩-টি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে বুধবার এক কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি।

Dainik Digital: