Categories: দেশ

শহুরে নকশালরা গুজরাটে ঢুকছে! সতর্ক করলেন মোদী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। সব ঠিক থাকলে বছর শেষে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই দিক লক্ষ্য রেখে গুজরাটে সক্রিয়তা বাড়াচ্ছে আাপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য বেশ তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদির বক্তব্য, ভোল পাল্টে গুজরাটে ঢোকার চেষ্টা করছেন ‘শহুরে নকশালরা’! সোমবার নিজের রাজ্যে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এ-ও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে, ‘শহুরে নকশাল’দের গুজরাটে ঢুকতে দেওয়া হবে না।গুজরাটের ভারুচ জেলায় প্রথম ‘বাল্ক ড্রাগ পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ নিয়ে মন্তব্য করেছেন মোদী। বলেছেন, ‘‘ভোল বদলে নতুন অবতারে রাজ্যে ঢোকার চেষ্টা করছেন শহুরে নকশালরা। তাঁরা তাঁদের পোশাক বদলে ফেলেছেন। তাঁদের অনুসরণ করার জন্য আমাদের প্রাণোজ্জ্বল ও নিরীহ তরুণদের ভুল বোঝানো হচ্ছে।’’
প্রসঙ্গত, যে প্রেক্ষাপটে ‘শহুরে নকশাল’দের নিশানা করলেন মোদী, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বছরের শেষেই রয়েছে গুজরাটে বিধানসভা নির্বাচন। এবারই প্রথম গুজরাটে ভোটের লড়াইয়ে সামিল হচ্ছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। গত কয়েক দিন ধরেই গুজরাটে কেজরিওয়ালের সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে মোদীর নিশানা কি আদতে কেজরি এবং তাঁদের দলের সদস্যরা? সোমবার প্রধানমন্ত্রীর ‘শহুরে নকশাল’ বক্তব্য সেই ইঙ্গিতই করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ওঁদের হাতে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেব না। যাঁরা দেশকে ধ্বংস করার কাজে ব্রতী হয়েছেন, সেই সব শহুরে নকশাল সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের সচেতন করতে হবে। ওঁরা বিদেশি শক্তির এজেন্ট। ওঁদের কাছে মাথা নোয়াবে না গুজরাট। ওঁরা ধ্বংস করবে এই রাজ্যটাকে’’।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

9 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

29 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago

যুদ্ধে ট্রাম্প কোথায়!!

যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…

2 hours ago