মনিপুরের টুপুলে ভূমি ধসে শহীদ ত্রিপুরার যুবক সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ। তাঁর বাড়ি বিশালগড় স্থিত বাইদ্যার দীঘিতে এলাকায় ৷ উল্লখ্য, গত ২৮ জুন মনিপুরের টুপুলে সেনা ক্যাম্পের উপর বড় ধরনের ধস নামে। এতে এখনে পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরার বীর সন্তান সঞ্চয় সঞ্জয় দেবনাথও রয়েছে। শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে আাসে।
- Dainik Digital in ত্রিপুরা খবর
শহীদ সেনা জওয়ান!
Leave a Comment