শহরে রড ব্যবসায়ীর দোকানে কেন্দ্রীয় এজেন্সির অভিযান!!

অনলাইন প্রতিনিধি :-কয়েক কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে রাজধানীর ইন্দ্রনগর সৎসঙ্গ চৌমুহনীর এক রড ব্যবসায়ীর দোকানে অভিযান করেছে জিএসটি গোয়েন্দা অধিদপ্তরের গুয়াহাটি অঞ্চল ইউনিট। মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়।দোকানের বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।দোকানের মালিকের নাম অশোক রায় চৌধুরী। তার বাড়ি চিত্তরঞ্জন রোড মসজিদের পেছনে। ইন্দ্রনগরে অশোক রায়ের নর্থ ইস্ট স্টিল রডের দোকানটি বহু বছর পুরনো। এই দোকানের মালিক গত কয়েক বছর ধরেই জিএসটি ফাঁকি দিয়ে চলেছেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে কেন্দ্রীয় জিএসটি গোয়েন্দা বিভাগের অফিসাররা মঙ্গলবার দুপুরে প্রথমে এনসিসি থানায় যান।পুলিশকে তল্লাশি করার তথ্য দিয়ে ইন্দ্রনগরে নর্থ ইস্ট স্টিল রডের দোকানে অভিযান শুরু করেন। অভিযানে পরে কাস্টমসের একটি টিমও যায়।এই বিষয়ে সাংবাদিকদের কিছুই জানাননি জিএসটি গোয়েন্দা বিভাগের অফিসাররা। পুলিশ সূত্রে জানা গেছে, অশোক রায় চৌধুরীর দোকানের কর্মীদের টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে যান কেন্দ্রীয় জিএসটি সংস্থার অফিসাররা। তবে পুলিশের কাছে দোকান মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার তথ্য দেননি জিএসটি বিভাগের অফিসাররা। জিএসটি ফাঁকি দিয়ে রডের ব্যবসা করার অভিযোগ থাকলেও রাজ্য সরকারের আয়কর বিভাগ, রাজস্ব বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে ডিআরআই শান্তিরবাজার ও ধলেশ্বরে পাচারের সোনার বিস্কুট উদ্ধার করেছে। আগরতলায় কেন্দ্রীয় বাহিনীগুলি একের পর এক মামলায় এসে অভিযান করছে। অথচ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রাজ্য প্রশাসন সম্পূর্ণ অন্ধকারে থাকছে।
Dainik Digital: