শবরীমালা দর্শনে গিয়ে হেলিপ্যাডে আটকে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :- চারদিনের সফরে কেরালায় গিয়েছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। বুধবার শবরীমালা দর্শনে যান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাডের মাটি ধসে পড়ে ফলে হেলিকপ্টারের চাকা একটি গর্তে আটকে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য হেলিকপ্টারটি অবতরণের জন্য একটি নতুন অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কংক্রিটটি তখনও শুকায়নি। যার ফলে দূর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। অবতরণের সময় এর চাকাগুলি পৃষ্ঠের উপর পিছলে গিয়ে একটি গর্ত তৈরি হয় সেখানেই হেলিকপ্টারটি আটকে যায়।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং অগ্নিনির্বাপণ বিভাগের জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটি উদ্ধার করেন। তবে, এই ঘটনায় রাষ্ট্রপতি বা হেলিকপ্টারের কোনও ক্রু সদস্য আহত হননি। পরে তিনি সড়কপথ ধরে যাত্রা চালিয়ে যান।

Dainik Digital: