শনিবার শুরু এনইসি শহরে অমিত শাহ।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-উত্তর
পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) ৭২তম প্লেনারি অধিবেশনে অংশ নিতে শুক্রবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড.সুকান্ত মজুমদারসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় আধিকারিক।উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ৭ রাজ্যপাল এবং ৫ মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে পা রেখেছেন। মেঘালয় ছাড়া উত্তরপূর্বের সবকয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মেঘালয়ের রাজ্যপাল শনিবার রাজ্যে
আসছেন।২১ ডিসেম্বর শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এনইসি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ।এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং উত্তরপূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তরপূর্বাঞ্চল পর্ষদের ২ জন সদস্য।শুক্রবার রাজধানীর এক হোটেলে হয় প্লেনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন।এই অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।প্লেনারি অধিবেশনে পূর্ববর্তী রাজ্যগুলির জন্য প্রস্তাবিত বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের উপস্থাপনা আলোচনার জন্য আসবে, তারপর প্রস্তাবিত ‘অষ্টলক্ষ্মী মহোৎসব’ নিয়ে আলোচনা হবে। একই সাথে একটি ব্যাঙ্কার্স কনক্লেভ এবং জাতীয় পাম অয়েল মিশনের উপর উপস্থাপনা এবং এই উদ্দেশে উত্তর-পূর্বের সুবিধা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।মৌলিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়েও উপস্থাপনা থাকবে।এই সমস্ত উপস্থাপনা এবং প্রস্তাবের সিদ্ধান্তগুলি এনইসির পরবর্তী প্লেনারিতে আলোচনার জন্য আসবে। এদিন বিকাল পাঁচটার দিকে বায়ু সেনার বিশেষ বিমানে বাগডোগরা থেকে আগরতলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমবিবি বিমান বন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের দুই সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মণ, উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যরা। উত্তরপূর্বাঞ্চল পর্ষদের প্রথমবারের মতো বৈঠক হচ্ছে আগরতলায়। যার প্রেক্ষিতে প্রস্তুতিতে ত্রুটি রাখেনি রাজ্য প্রশাসন। গত বেশ কয়েকদিন ধরেই হয়েছে প্রস্তুতি।গোটা আগরতলা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসা হয়েছে।রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল সংখ্যক জওয়ান মোতায়েন করা হয়েছে।সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে, এদিন আগরতলা সুসংহত স্থল বন্দরে ভার্চুয়ালি বিজিএফ আবাসনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

37 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

2 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

3 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

4 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

5 hours ago