Categories: খেলাদেশ

শচীনের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড বিরাটের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ওয়াংখেড়েতে শচীন তেণ্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে শচীনের ৪৯টি সেঞ্চুরির মাইলস্টোন টপকে নতুন নজির কোহলির সেঞ্চুরির হাফ সেঞ্চুরি।১১৩ বলে ১১৭ রান। নতুন নজির কোহলির। অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। কলকাতায় সৌরভ গাঙ্গুলীও প্রশংসায় পঞ্চমুখ শচীনের নয়া নজিরের।ইটস আউটস্ট্যাণ্ডং’।ফিফটি হান্ড্রেড।ইটস ফেনোমেনাল। এই রেকর্ডভাঙা অন্যদের পক্ষে কঠিন হবে।এখনও কোহলি খেলা ছাড়েনি। একথা মাথায় রাখতে হবে,’ বলেছেন সৌরভ গাঙ্গুলী। ১৫ বছর আগে ভারতীয় জার্সিতে অভিষেক।সেদিন ভারতীয় দলের সদস্যরা মজা করে শচীনকে প্রণাম করিয়েছিলেন বিরাট কোহলিকে দিয়ে। ইনিংসের মাঝে শচীনের মুখে সেই প্রসঙ্গ।’সেদিন ওরা সকলে মিলে বিরাট কোহলিকে প্রণাম করতে বলেছিল।বলেছিল ছুঁয়ে থাক, তোমার ক্রিকেট জীবন দাঁড়িয়ে যাবে।আজ সেই ছেলেটা আমার ওয়ান ডে সেঞ্চুরি টপকে গেল। সত্যিই অবিশ্বাস্য’,জানিয়েছেন শচীন।সেঞ্চুরি করার পরে কোহলিও ‘বাও’ করলেন।শুধু কোহলি নন।শ্রেয়স আইয়ারের প্রশংসাও দাদার গলায়।সৌরভ বলছেন, ভারত দারুণ খেলছে।শ্রেয়সও তো সেঞ্চুরি করল।বুধবার সকাল থেকে পিচ বিতর্কে উত্তাল দেশ। বলা হয়েছে ওয়াংখেড়েতে নতুন পিচে খেলা হচ্ছে না।ভারত বনাম শ্রীলঙ্কা যে পিচে খেলা হয়েছিল সেখানেই সেমিফাইনাল হচ্ছে।সৌরভ বলছেন, আমি বিষয়টা জানি না। তাই মন্তব্য করা উচিত হবে না। তবে পিচ যথেষ্ট ভালো পিচ। দুদলই তো একই পিচে খেলছে। ভারতীয় দলের বিধ্বংসী পারফরম্যান্সের প্রশংসায় সৌরভ।তার মতে, ‘দারুণ প্রতিভাবান দল। সকলেই ভালো খেলছে। রোহিত বিরাট গিল শ্রেয়স সকলেই দারুণ খেলছে। বোলারস ব্যাটারস স্পিনার প্রত্যেকেই ভালো খেলছে।’১৯ নভেম্বর রোহিত শর্মার হাতে কাপ উঠছে কি? দেখা যাক ৷ এই দলটা কি ২০০৩ সালের দলের চেয়ে ভালো?প্রশ্নের জবাব বলেন এইব বিষয়ে তুলনা করতে রাজি নই। ইডেন ছাড়ার আগে বললেন কালের ম্যাচটা ও যথেষ্ট ভালো ম্যাচ হবে।ইডেন ছাড়ার আগে দেখলেন পিচ। দীর্ঘ সময় ধরে কথা বললেন কিউরেটর সুজন মুখার্জীর সঙ্গেও।সচীন তেণ্ডুলকরকে ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই।ওয়ান ডে ফর্ম্যাটে ৪৯টি শতরানের মালিক হয়েছিলেন ইডেনে। এবার বিশ্বকাপের এক মরশুমে সচীনের হাঁকানো সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ডও ভেঙে ফেললেন বিরাট। ২০০৩ বিশ্বকাপে সচীন দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন।এতদিন পর্যন্ত বিশ্বের যে কোনও ব্যাটারের বিশ্বকাপের মঞ্চে হাঁকানো সর্বোচ্চ রান ছিল সেটিই। এবার সেই রান টপকে গেলেন বিরাট। এদিন অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে মাস্টারকে টেক্কা দিয়ে দিয়েছেন বিরাট। বিশ্বকাপের কোনও একটি মরশুমে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর তালিকাতেও বিরাট এই মুহূর্তে শীর্ষে।এই মরশুমে আটটি অর্ধশতরান করেছেন কিং কোহলি।২০০৩ বিশ্বকাপে সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচীন তেণ্ডুলকর।২০১৯বিশ্বকাপে শাকিবের ব্যাট থেকেও এসেছিল সাতটি অর্ধশতরান। সে বছরই ওয়ার্নার রোহিত ছয়টি করে অর্ধশতরান করেছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago